রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

ঢাকা-গোপালগঞ্জ-ফরিদপুর-মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

 

বিজিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠে নামানো হয়েছে বিজিবিকে।

 

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন ছিল ১৩ নভেম্বর। ওই দিন দলটি ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকেই রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ একাধিক অস্থিরতার ঘটনা ঘটে।

 

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে আবারও কর্মসূচির ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে।

 

এই বিভাগের আরো খবর