বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

রেমিট্যান্স বৃদ্ধিতে আরবি ভাষার গুরুত্ব শীর্ষক আলোচনায়

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস–২০২৫ উপলক্ষে “বাংলাদেশে রেমিট্যান্স বৃদ্ধিতে আরবি ভাষা” শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সেমিনার আয়োজন করা হয়।

 

এ্যারাবিক কাউন্সিল বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কর্মসংস্থান সম্পর্ক জোরদারে আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রবাসী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো গেলে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে তারা মত দেন।

 

সেমিনারে শিক্ষাবিদ, গবেষক, আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় আরবি ভাষা শিক্ষার প্রসার, প্রশিক্ষণ কর্মসূচি জোরদার এবং প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বাংলাদেশ কুরআন প্রচার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আরবি ভাষা শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক আয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্পদ।

এই বিভাগের আরো খবর