বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৭ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

তরুন কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী আয়েশা আক্তারের হাতে গৃহকর্ত্রী লায়লা আফরোজা (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের (১৫) নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দিন বাসায় থাকা স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় আয়েশাকে ধরে ফেললে শুরু হয় ধস্তাধস্তি, এবং পরবর্তীতে ছুরি দিয়ে মা–মেয়েকে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় গৃহকর্মী। পুলিশ আয়েশা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

 

এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (DWEAB) আজ এক জরুরি সভা করে ঘটনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গৃহপরিচারিকা ও গৃহস্থ—উভয় পক্ষের মধ্যেই সহিংসতা বেড়ে চলেছে, যা সামাজিক নিরাপত্তা ও আস্থা—দুটোকেই প্রশ্নবিদ্ধ করছে।

 

সংগঠনের প্রেসিডেন্ট ড. আফরোজা পারভীন বলেন, “এ ধরনের হত্যাকাণ্ড দিনে দিনে বেড়েই চলেছে। শাস্তির কঠোর ও দ্রুত বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। প্রতিটি পরিবারে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতে হলে আইনকে কার্যকর করতে হবে।”

 

সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা বেগম বলেন, “বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি। এই ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে—তবেই এমন নির্মম ঘটনা প্রতিরোধ সম্ভব।”

 

সভায় আরো বক্তব্য রাখেন মর্জিনা বেবি, নাসিমা হক, মিতা রহমান, সেলিনা খাতুন এবং আরো অনেকে। বক্তারা জানান, গৃহস্থ ও গৃহকর্মীর সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত নীতি, পরিচয় নিবন্ধন, নিয়োগপত্র, এবং নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন। DWEAB মনে করে, গৃহকর্মী কিংবা গৃহকর্তা—যেই অপরাধী হোক, আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার প্রথম শর্ত।

এই বিভাগের আরো খবর