সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৮

রাজের ছবিতে স্কুলগার্ল শুভশ্রী

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯  

কে বলবে মাত্র এক বছর আগে পরিচালক রাজের সঙ্গে বিয়ে হয়েছে তার। এখনও যেন ঠিক পাশের বাড়ির মেয়েটি। বড়জোর অষ্টম শ্রেণি পড়ুয়া। মাথায় বেণী, লাল ফিতে বাঁধা, পরনে ফুলছাপ ফ্রক। এমন লুকেই দেখা দিলেন রাজঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বিয়ের প্রায় এক বছর পর নায়িকা কামব্যাক করছেন স্বামী রাজ চক্রবর্তীর ছবি দিয়েই। শুটিং ফ্লোর থেকে বৃহস্পতিবার সকালে সেই ছবি শেয়ার করলেন স্বয়ং শুভশ্রী।

তবে এবার আর তিনি গ্ল্যামারাস নায়িকা নন। একেবারে সাধারণ একটি মেয়ের চরিত্রে। অতি সাধারণ জামা, পিঠে স্কুল ব্যাগ, সেই পরিচিত হাসিও নেই। সাদামাটা স্কুলগার্ল লুকের ছবিই শেয়ার করেছেন শুভশ্রী। 

ছবির নাম ‘পরিণীতা’। টলিউড সূত্রে খবর, রাজই কাস্ট করেছেন শুভশ্রীকে। শুভশ্রী ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী এবং নবাগত আদৃত।

রাজের পরিচালনায় এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। মিউজিক করছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়।

এই বিভাগের আরো খবর