বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৬

রাজধানীতে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

 

রাজধানীতে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম রাহিমা আক্তার রিমি (১৫)। রিমির স্বজনেরা জানিয়েছেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

আজ শনিবার বেলা ২টার দিকে রায়েরবাগে নিজেদের বাসায় গলায় ফাঁস দেয় রিমি। টের পেয়ে স্বজনরা রিমিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা বিকেল সোয়া ৩টার দিকে রিমিকে মৃত ঘোষণা করেন।

রায়েরবাগ মেরাজনগরে তিনতলা একটি ভবনের নিচতলায় ভাড়া থাকে রিমিদের পরিবার। রিমি চলতি বছর রায়েরবাগ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছে। রিমির বাবা সবুর হোসেন ভাঙ্গারি ব্যবসায়ী। দুই ভাই ও দুই বোনের মধ্যে রিমি ছিল তৃতীয়।

রিমির মা বিউটি আক্তার বলেন, ‘শারীরিকভাবে রিমি অসুস্থ ছিল। খুব জেদিও ছিল। যখন যা চাইত সেটাই তাকে দিতে হতো। কিন্তু আজতো কোন বিষয় জেদ করেনি। হঠাৎ সে সবার অগোচরে ঘরে ফ্যানের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর