বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪০

রাজধানীতে আগুনের ঝুঁকিতে নিউমার্কেটসহ বেশিরভাগ মার্কেট ও শপিংমল

সুমন হোসেন,

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  


 
একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও সতর্ক হচ্ছেন না ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস বলছে, রাজধানীর নামিদামিসহ ১৫'শ ৭১টি মার্কেট-শপিংমল আগুনের ঝুঁকিতে। মার্কেট-শপিংমলগুলোকে ঝুঁকিমুক্ত করতে বিনিয়োগে আগ্রহী নন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞদের মতে, যথাযথ নজরদারীর অভাবেই মার্কেটগুলো আগুনের ঝুঁকিতে।

রাজধানীর ফুলবাড়িয়া। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরের নাকের ডকাতেই বঙ্গবাজার কমপ্লেক্সসহ ৫টি মার্কেট। বছরের পর বছর অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকি নিয়ে চলছে এগুলো। ফায়ার সার্ভিসের একাধিক চিঠির পরও ব্যবস্থা নেয়নি মার্কেট কর্তৃপক্ষ।

একই অবস্থা গত বুধবার আগুন লাগা রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের। অগ্নি নির্বাপনের বিন্দুমাত্র ব্যবস্থা নেই এখানে। ভেতর-বাইরে পর্যাপ্ত জায়গা না থাকায় গা ঘেঁষে পথ চলতে হয় ক্রেতাদের। আগ্নিকাণ্ডে পর ব্যবসায়ীরাই নিরাপত্তাহীনতার আতঙ্কে।

রাজধানীর জনপ্রিয় নিউমার্কেটও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে। এখানকার গাউছিয়া, চাঁদনীচক, হকার্স মার্কেটসহ বেশিরভাগ ভবনই অগ্নি ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের তথ্যে, রাজধানীতে ৬৭৪টি মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ এবং ঝঁকিপূর্ণ ৮৯৭টি।

ফায়ার সার্ভিস জানাচ্ছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও সচেতন হচ্ছে না মার্কেট কর্তৃপক্ষ। একাধিকবার নোটিশ করার পরও টনক নড়ছে না তাদের। তবে বাংলাদেশ দোকান-মালিক সমিতির দাবি, মার্কেটগুলো ঝুঁকিমুক্ত করার ব্যয় অনেক বেশি। তাই সময় লাগছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড ও অগ্নি আইন না মেনেই মার্কেটগুলো গড়ে উঠছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তা বন্ধ হচ্ছে না। মার্কেটগুলোকে অগ্নি ঝুঁকিমুক্ত করতে মালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরাশর্মও বিশেষজ্ঞদের।

এই বিভাগের আরো খবর