সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

মেহেরপুরে বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাংনী( মেহেরপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে বিসিক শিল্প নগরির কার্যালয়ের পাশে একটি আমগাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মেহেরপুর  সদর থানা 

পুলিশের একটিদল তার মরদেহ উদ্ধার করে। শামসুজ্জামান মিঠুর বাড়ি ঝিনাইদহ জেলায়। মেহেরপুর বিসিক শিল্প নগরির সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন,কি কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝতে পারছিনা। সাপ্তাহিক ছুটির আগে গত বৃহস্পতিবার তার সাথে শেষ দেখা। আজ রবিবার অফিসে এসে শুনছি তিনি মারা গেছেন। কি কারণে মৃত্যু হয়েছে তা সঠিক বলতে পারছিনা।

গত জুলাই মাসে তিনি মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছিলেন।  মেহেরপুর সদর থানা সূত্র জানায়,বিসিক শিল্প নগরির ক্ষুদ্র শিল্প এলাকার একটি আম গাছের ডালের সাথে শামসুজ্জামান মিঠুর গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। এটি হত্যা,নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা সম্ভব হবে।

এই বিভাগের আরো খবর