মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

মাগুরা পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত

শামীম শরীফ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

দ্রব্যমূল্যের এই টানা পোড়নের মাঝে মাগুরা পৌরসভা ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন।  বৃহস্পতিবার ২২ জুন বেলা ১০ টার সময় পৌরসভার সম্মেলন কক্ষে মাগুরা পৌরসভার আয়োজনে বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরা।

আর সভাপতিত্ব করেন মো খুরশীদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা। শামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব মাগুরা।

 

বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মাগুরা মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ হাসান মেলিন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাকিব হাসান তুহিন, এবং মোঃ আব্দুল কাদের গনি মোহন কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, মাগুরা।

২০২৩-২০২৪ অর্থ বছরে মাগুরা পৌরসভার ১৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮ শত ২০ টাকার রাজস্ব বাজেট এবং ৫৯ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকার উন্নয়ন বাজেটসহ মোট ৭৪ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৮ শত ২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

 

২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপ খাতের বিবরণ থেকে আয়, প্রারম্ভিক জের ১ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৪ শত ১৪ টাকা, রাজস্ব খাত হতে মোট আয় ১৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮ শত ২০ টাকা, উন্নয়ন সহায়তা খাতে মোট মঞ্জুরী ১ কোটি ৬৯ লাখ টাকা, প্রকল্প খাতে মোট আয় ৫৭ কোটি ৭০ লাখ টাকা সর্বমোট আয় ৭৪ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৮ শত ২০ টাকা (৭৪,৩৮,০৯৮২০ টাকা) এবং সর্বমোট ব্যয় রাজস্ব খাতে ১৫ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ১ শত ৯৩ টাকা, রাজস্ব খাত হতে মোট উন্নয়ন ব্যয় ৪১ লাখ ২৬ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাত হতে ১ কোটি ৬৯ লাখ ৫ শত টাকা, প্রকল্প খাত হতে ৫৭ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৬ শত ৮০ টাকা। সার্বিক বাজেট উদ্বৃত্ত ৮২ লাখ ১৮ হাজার ৮ শত ৬১ টাকা (৮২, ১৮৮৬১ টাকা) 

 ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট ২৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৮ শত ৪৩ টাকা।

এই বিভাগের আরো খবর