শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯০

বড় ভাইকে হত্যার রায়ে অপর দুই ভাইসহ তিন জনের ফাঁসি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১  

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মন্ডলের দুই ছেলে- সেকেন্দার আলী , শহীদুল ইসলাম ও পার্শবতী ক্ষেতলাল উপজেলার উলিপুর জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, আওয়ালগাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে আবু তাহেরের সাথে তার দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বিগত ২০০৭ সালের  ১ মার্চ রাতে তার দন্ড প্রাপ্ত দুই ভাইসহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়ন কক্ষে প্রবেশ করে।

আসামীরা  ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  ও জবাই করে হত্যা করে । পর দিন আবু তাহেরের শশুর আশরাফ আলী বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, দীর্ঘ শুনানি শেষে, আদালত এ রায় দেন। এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান, রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি। বিবাদী পক্ষের আইনজীবি এ্যাড. নন্দকিশোর আগরওয়ালা রায়ে অসুন্তুষ্টির কথা জানিয়ে উচ্চ আদালতে আপীলের কথা জানান বিবাদী পক্ষের আইনজীবি।
 

এই বিভাগের আরো খবর