মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৫

বেনাপোল পৌরসভার নৌকার প্রার্থী নাসির উদ্দিন বিজয়ী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩  

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী নাসির উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।

নৌকা প্রতিকের মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দীন ১৩,২৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমানের সজন মোবাইল প্রতিক পেয়েছেন ৩,৮২৫ ভোট।

 

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: আনিছুর রহমান নিশ্চিত করেছেন মোট ভোটের ৫৭ শতাংশ ভোট পড়েছে। 

 

সংরক্ষিত ৩টি মহিলা আসনে কামরুন্নার আন্না, জুলেখা বেগম ও মর্জিনা খাতুন মিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৯ টি ওয়ার্ডে মোট ৪৭ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করলেও নির্বাচিত হয়েছেন ৯ জন কাউন্সিলর, এরা হলেন সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু,নামাজগ্রাম ২ নম্বর ওয়ার্ডের শরীফুল ইসলাম শরীফ, বেনাপোল ৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ডের শাহীনুর রহমান শাহীন, দিঘীড়পাড় ৫ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন গাজী, ভবেরবেড় ৬ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান, গাজীপুর ৭ নম্বর ওয়ার্ডে মজনুর রহমান, ছোট আচড়া ৮ নম্বর ওয়ার্ডের হাসানুজজামান তাজিম , বড় আচড়া ৯ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

২/১ টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের কঠোর নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।

 

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় পর্যন্ত ১২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

 

বেনাপোল পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬০ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ২২৫ জন।

এই বিভাগের আরো খবর