সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৬

বিয়ের আগে আলিয়াকে নিয়ে ডাক্তারের কাছে রনবীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

শোনা যাচ্ছে, ২০১৯ সালেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন রনবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনার পারিবারিক মেলবন্ধন সেটাই বলে দেয়। আর আলিয়াও নাকি বিয়ের ব্যাপারে আর সময় নিতে চান না। আবার রনবীর কিছুটা সময় চাচ্ছেন। ওদিকে ঋষি কাপুর অসুস্থ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর চিকিৎসা হচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি একটু সুস্থ হয়ে মুম্বাই ফিরে এলে বিয়ের দিনক্ষন চূড়ান্ত হবে।

বলিউডের এই দুজন জনপ্রিয় তারকা ইদানীং একসঙ্গে অনেকবেশি দেখা যাচ্ছে। রণবীর কাপুরের বাবা-মা দুজনই এখন নিউইয়র্কে, তাই প্রেমিককে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন প্রেমিকা আলিয়া। দুজন কাছাকাছি থাকছেন। একজন আরেকজনের সুবিধা-অসুবিধা দেখছেন। ভারতীয় গণমাধ্যমের সূত্রে একসঙ্গে নাকি পাঁচ তারকা হোটেলেও সময় কাটাচ্ছেন। 

এবার আলিয়া ভাটকে ডাক্তারের কাছে নিয়ে যান রণবীর কাপুর। আর তা ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। ছবিটি প্রকাশ পাওয়ার পর অনেকেরই প্রশ্ন, ব্যাপার কী! হঠাৎ কী এমন হলো যে আলিয়াকে নিয়ে রণবীরকে ডাক্তারের কাছে ছুটতে হলো? ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় আলিয়াকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। তবে সে যা-ই হোক, ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, আলিয়ার ব্যাপারে রণবীর অত্যন্ত যত্নশীল।

এই বিভাগের আরো খবর