সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৯

বিনা খরচে দেখা যাচ্ছে আলোচিত ওয়েব সিরিজ ‘ফোন এক্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

মুক্তি পেয়েছে বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘ফোন এক্স’। সিনেস্পট অ্যাপে দর্শকরা এই ওয়েব সিরিজের প্রথম পর্ব ফ্রি দেখতে পাবেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইনোভেট সলিউশন।

এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জলি, সাঞ্জু জন, ইমতু রাতিশ, লামিয়া, কাজী উজ্জল এবং ভারতের মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান।

সময়ের আলোচিত পরিচালক ও সুপারস্টার হিরো খুন হওয়া নিয়ে গড়ে উঠেছে ‘ফোন এক্স’র গল্প। আছে প্রেম, রহস্য, থ্রিলার ও রোমাঞ্চ। এক ছবিতে অনেক বিনোদনের স্বাদ পাবেন দর্শক-এমনটাই দাবি করলেন সিরিজের নির্মাতা অনন্য মামুন।

তিনি বলেন, ‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। তাই বিগ বাজেটে নির্মাণ করেছি ‘ফোন এক্স’ ওয়েব সিরিজ। আশা করি, সবার ভালো লাগবে।’

এই বিভাগের আরো খবর