ব্রেকিং:
বিপিএল কবে, জানাল বিসিবি ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২০২২

শামীম শরীফ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

১৯৫৬ সালের তেশরা এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্রের জন্ম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তারি ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আবির্ভাব।

এরপর থেকে বাংলাদেশ চলচ্চিত্রের আর পিছে পড়তে হয়নি সাদাকালো পেরিয়ে রঙিন, বাংলাদেশ পরিচালক সমিতির পরিচালক বৃন্দরা অনেক ভালো ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন।

৩০ শে ডিসেম্বর ২০২২ রোজ শুক্রবার সারাদিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিচালক সমিতি নির্বাচন ২০২২ ইং (মেয়াদকাল ২০২৩ -২০২৪ ইং)

নির্বাচনে অংশগ্রহণ করেনঃ

#। কাজি হায়াৎ ও শাহীন সুমন পরিষদ,গুলজার ও রাজু পরিষদ।

১। কাজী হায়াৎ ও মুশফিকুর রহমান গুলজার (সভাপতি পদপ্রার্থী) পদ - ১। কাজি হায়াৎ ১৪২ ভোট পেয়ে বিজয় হয়েছেন, পাশাপাশি মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ টি ভোট।

২। আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ (সহ-সভাপতি) পদ - ১ আবুল খায়ের বুলবুল পেয়েছে ১৩৫ এবং ছটকু আহমেদ ১৪৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

৩। জাকির হোসেন রাজু ও শাহীন সুমন ( মহাসচিব) পদ - ১ জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট শাহিন সুমন ১৬০ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

৪। কবিরুল ইসলাম রানা ও মোঃ সালাহ্উদ্দিন (উপ মহাসচিব) পদ - ১ মোঃ সালাহ্উদ্দিন ১২৭ ভোট পেয়েছেন অন্যদিকে কবিরুল ইসলাম রানা ১৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

৫। মোঃ তারিকুল ইসলাম ভূঁইয়া ( সায়মন তারিক) স্বতন্ত্র প্রার্থী, সেলিম আজম ও হানিফ আকন দুলাল ( কোষাধক্ষ্য) পদ - ১ হানিফ আকন দুলাল পেয়েছেন ৬৭ ভোট মোঃ তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক) ভোট পেয়েছেন ১০০, সেলিম আজম ১১৩ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

৬। মোঃ আনোয়ার সিরাজী ও শাহিন কবির টুটুল (সাংগঠনিক সচিব) পদ - ১ মোঃ আনোয়ার সিরাজী ভোট পেয়েছেন ৮৩ শাহিন কবির টুটুল ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৭। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি ও রাজু আহম্মেদ (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব) পদ - ১ রাজু আহম্মেদ ৯২ ভোট পেয়েছেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি ১৮৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

৮। আব্দুর রহিম বাবু ও মুস্তাফিজুর রহমান বাবু (সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদ - ১ মোস্তাফিজুর রহমান বাবু ভোট পেয়েছেন ১১৩ এবং আব্দুর রহিম বাবু ১৬৭ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

৯। ওয়াজেদ আলি বাবলু ও সাইফুর রহমান (সাইফ চন্দন) ( প্রচার,প্রকাশনা ও দপ্তর সচিব) পদ - ১ সাইফুর রহমান (সাইফ চন্দন) ১২৯ ভোট পেয়েছেন অন্যদিকে ওয়াজেদ আলী বাবলু ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

১০। নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন ২০ জন, হবে ১০ জন।
---------------------------------------
১। ইফতেখার জাহান ১৭৬ ভোট বিজয়ী

২। এম. এ. আউয়াল ১২৮ ভোট

৩। এখলাস আবেদীন ৮৫ ভোট

৪। এস ডি রুবেল  ১৭৮ ভোট বিজয়ী

৫। কমল সরকার ১৪৩ ভোট

৬। কামরুজ্জামান (তাজু কামরুল) ৪৯ ভোট

৭। তারেক শিকদার ৯৮ ভোট

৮। দেওয়ান নাজমুল ১২৭ ভোট

৯। পল্লী মালিক ২০০ ভোট বিজয়ী

১০। বজলুর রাশেদ চৌধুরী ১৭১ ভোট বিজয়ী

১১। বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর ১৬১ ভোট বিজয়ী

১২। মুস্তাফিজুর রহমান মানিক ২০১ ভোট বিজয়ী

১৩। মারিয়া আফরিন তুষার ১৭০ ভোট বিজয়ী

১৪। রিয়াজুল রিজু ১১৭ ভোট

১৫। শাহ্ আলম কিরন ১৬৫ ভোট বিজয়ী

১৬। শাহাদাৎ হোসেন লিটন ১৫৬ ভোট বিজয়ী

১৭। সাইদুর রহমান সাঈদ ১৫১ ভোট

১৮। সোহানুর রহমান সোহান ১৯৯ ভোট বিজয়ী

১৯। হোসাইন আনোয়ার ১১০ ভোট

২০। হাবিবুল ইসলাম হাবিব ১৪৫ ভোট

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ২০২২ ইং প্রাথমিক ফলাফল মোট ভোট সংখ্যা ৩৬৮ টি মোট প্রাপ্ত ভোট ৩০২টি বাতিল ভোট ৯টি মোট বৈধ ভোট পড়েছে ২৯৩ টি।

এই বিভাগের আরো খবর