ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৫

ফরিদপুরে বাস চাপায় কারারক্ষীর মৃত্যু

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

ফরিদপুরের মধুখালীতে বাস চাপায় সিয়াম মণ্ডল (২৭) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ জুন) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার আড়কান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম মণ্ডল মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি কেরানিগঞ্জ কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার ৩ বছরের একটি ছেলে রয়েছে।  

প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরমুখী একটি লোকাল বাস মোটরসাইকেল আরোহী সিয়াম মণ্ডলকে সামনের দিক থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত সিয়ামের পরিবার জানায়, সিয়াম ছুটি নিয়ে সকালে তার কর্মস্থল কেরানিগঞ্জ থেকে মধুখালী বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। বাড়ির থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন।  

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। এছাড়া তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিভাগের আরো খবর