বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৯

পাঁচ ভাইয়ের পর রক্তিমও চলে গেলেন

 জেলা প্রতিনিধি  কক্সবাজার

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২  

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় পাঁচ ভাইয়ের পর মারা গেছেন তাদের আরেক ভাই রক্তিম সুশীলও। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন জামাই খগেশ চন্দ্র।


বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে সমবেত হয়েছিলেন ৯ ভাইবোন (সাত ভাই ও দুই বোন)। গত ৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে একসঙ্গে তারা বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু হয়। ওইদিন বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ভাই।

এরা হলেন- অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রক্তিম সুশীলও।

এ ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান সুরেশ চন্দ্র সুশীলের মেয়ে মুন্নী সুশীল। আহত হন আরও দুই ছেলে ও এক মেয়ে। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি পা কেটে ফেলা হয়েছে।

এদিকে পাঁচ ভাইকে চাপা দেওয়া পিকআপের চালক সাহিদুল ইসলামকে ১১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‍্যাব।

এই বিভাগের আরো খবর