শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৫

নিখোঁজের ৯ দিন পর কৃষক মিঠুর অর্ধ-গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১  

নিখোঁজের ৯ দিন পর ১০ নভেম্বর(বুধবার)  সকালে স্থানীয় এলাকাবাসী যুগীপাড়া মাঠে মিঠুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।মিঠু(৫০) শৈলকূপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের আজব আলী বিশ্বাসের ছেলে।

নিখোঁজ মিঠুর ছোট ভাই আনিচুর জামান ঝন্টু জানান, তার ভাই মিঠু গত ১ নভেম্বর (সোমবার) রাতের খাবার খাওয়ার পর বাড়ির পাশের জয় বাংলা বাজারের উদ্দেশে বের হয়। পরবর্তীতে সে আর বাড়ি ফিরে আসিনি।

তার ব্যবহারকৃত মোবাইল ফোনে বার বার ফোন দিলেও সেটা বন্ধ দেখায়।তাদের পরিচিত সকল আত্বীয়দের বাসায় খোঁজ নিলেও  নিখোঁজ মিঠুর কোনও সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে গত ৩ নভেম্বর (বুধবার)শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,  মির্জাপুর ইউনিয়নের যুগীপাড়ার মাঠ থেকে মিঠুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

এই বিভাগের আরো খবর