সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৬

দুইটি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ সাংবাদিক কন্যাকে ফুলেল শুভেচ্ছ

মৌতলা প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯  

গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিয়নের  পানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে  সাতক্ষীরা থেকে বহুল প্রকাশীত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনের কন্যা মেহেরুবা পারভেজ কথা উপজেলা পর্যায়ে নৃত্য ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা প্রথম স্থান লাভ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে মৌতলা ইউনিয়ন পর্যায়ে সে ৩টি প্রতিযোগিতায় প্রথম স্থান ভাল করে। তার সাফল্যের জন্য স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকুসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কথার পরিবার। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

 

এই বিভাগের আরো খবর