মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৩

দুই চিকিৎসকের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. মুনা ও ডা. শাহজাদীকে
গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে রবিবার ২৫০ শয্যাবিশষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও সকল চিকিৎসকের প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা ও সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাদিম সরকার, ডা. আব্দুল মজিদ, ডা. সালমা আখতার পলি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, ডা. আমেনা খাতুন শিউলিসহ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসকগণ। মানববন্ধনে চিকিৎসকগণ গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মুক্তির জোর দাবি জানান।

এই বিভাগের আরো খবর