সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫২

তাহিরপুরে পুলিশের পৃথক অভিযানে,ভারতীয় মদ ও কসমেটিকসহ আটক ৩

আহমেদ কবির তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

সুনামগঞ্জের তাহিরপুরে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও কসমেটিকসহ তিন জন কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশের মিডিয়া সেল জানায় গতকাল (১৬ই,আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা এলাকার যাদুলাটা নদীতে সন্দেহভাজন একটি নৌকাসহ ও দুইজন কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।আটককৃত আসামিদের হেফাজতে থাকা নৌকাটি তল্লাশি করে আনুমানিক ৫লক্ষ ২৭হাজার ৩শত ২৫টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকসহ একটি নৌকা উদ্ধারপুর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার রজনীলাইন গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে শুক্কুর আলী(২৬),একই এলাকার মাটিকাটা গ্রামের মৃত চারু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(২৮)।
গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত ভারতীয় কসমেটিক সামগ্রী আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই।তারা  চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় কসমেটিক সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

এছাড়াও একই দিনে তাহিরপুর এসআই। রাশেদুল কবির এঁর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অন্য একটি পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর থানা এলাকার রজনীলাইন গ্রামের যাতায়াতের রাস্তার উপর অভিযান চালিয়ে রজনীলাইন গ্রামের রওশন আলীর ছেলে রহমত আলী(২৬) কে আটক করে।আটককৃত আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ০৩বোতল এম,সি Mcdowells No1 এবং ০৫ বোতল magic moments সহ মোট ৮বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপুর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া জানায় গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

এই বিভাগের আরো খবর