সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৯

তামাবিল সীমান্তে বাংলাদেশি জাফলংয়ের যুবকের লাশ হস্তান্তর

জাকির হোসেন সুমন :

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের পর মৃত্যুর প্রায় তিনদিন পর বাংলাদেশি জাফলং ইউনিয়নের

যুবক জালাল উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

গতকাল ১০টার দিকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে মরদেহটি ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

নিহত জালাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব  জাফলং মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

লাশের শরীরে জখমের চিহ্ন থাকায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে বিএসএফ-এর দাবি আটক অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, ইমিগ্রেশন ও থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

বিজিবি’র তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন আজ সকালে মুঠোফোনে দৈনিক তরুণ কন্ঠকে জানান,দুই দেশের প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মরদেহটি বিজিবি’র মাধ্যমে থানা পুলিশ গ্রহণ করেছে।

এই বিভাগের আরো খবর