শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৩

ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

এর আগে শুক্রবার মাইকিং করে সড়ক ও জনপথ অধিদফতর থেকে নিজ উদ্যোগে স্থাপনা না সরালে অভিযান করে উচ্ছেদ হবে বলে প্রচার করা হয়। এ প্রচারণার পর শনিবারও ব্যবসায়ীরা নির্বিঘ্ন ব্যবসা করেন। কিন্তু রোববার দিনে উচ্ছেদ অভিযান হতে পারে- এমন সংবাদে নিজেরা স্থাপনা সরানো শুরু করেছেন।

রোববার (৭ নভেম্বর) সকাল থেকে তড়িঘড়ি করে দোকানদাররা মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। কোন কোন দোকান ৫-৭ জন মিলে যৌথভাবে সরিয়ে মালিকানা জায়গায় নিচ্ছেন। তবে ছোট ছোট দোকানের টিনের চাল খুলে ছাতা লাগিয়ে অনেকেই বেচাকেনা করছেন।

তবে আপাতত দোকানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হলেও ফের পূর্বের স্থানে ফিরবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এখন অভিযানে আসবে।

অভিযানে এসে দোকান পেলে ভেঙ্গে ফেলবে। তাই আপাতত সরিয়ে রাখছি। অভিযান শেষ হলে আবার নিয়ে আসব।

এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, মহাসড়কের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে চিঠি দিয়েছি এবং মাইকিং ও করিয়েছি।

এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় নির্ধারণ করলেই যেকোন সময় উচ্ছেদ অভিযান করা হবে।

এই বিভাগের আরো খবর