সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ট্রাম্পের লিগ্যাসি: সামরিক সংঘাতের পর দুই দেশের ভবিষ্যৎ কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘদিন শান্ত থাকার পর থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে আবারও সামরিক সংঘাতের খবর পাওয়া গেছে। সীমান্তের বিতর্কিত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ফলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই সংঘাতের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত **‘থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি’**টি গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।

 

এই অপ্রত্যাশিত সংঘাতকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটনসহ আঞ্চলিক শক্তিগুলো জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

 

 

সংবাদ সূত্র জানিয়েছে, গত সপ্তাহান্তে থাই সামরিক বাহিনী এবং কম্বোডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্তরেখার অদূরবর্তী একটি বিতর্কিত অঞ্চলে skirmish (ছোট আকারের লড়াই) শুরু হয়।

 

  • সংঘাতের স্থান: যদিও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, তবে এই সংঘাত মূলত দীর্ঘদিনের পুরনো সীমান্ত বিরোধ এবং একটি কৌশলগত ভূমির দখল নিয়ে শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • চুক্তির উদ্দেশ্য: ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সই হওয়া শান্তিচুক্তিটি এই অঞ্চলের সামরিকীকরণ বন্ধ করা এবং সীমান্তে একটি যৌথ প্রশাসনিক কাঠামো তৈরির মাধ্যমে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধানের লক্ষ্য নির্ধারণ করেছিল।

  • কূটনৈতিক ব্যর্থতা: বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত প্রমাণ করল যে কেবল চুক্তি সই করলেই দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয় না, যার ফলে ট্রাম্প প্রশাসনের দক্ষিণ-পূর্ব এশিয়া কূটনীতির একটি বড় সাফল্য এখন হুমকির মুখে।

 

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার ওপর জোর দিয়েছেন। ইসরায়েল-আরব রাষ্ট্রগুলোর মধ্যে আব্রাহাম অ্যাকর্ডসের পর থাইল্যান্ড-কম্বোডিয়া চুক্তিটিকেও তাঁর প্রশাসনের একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছিল।

 

এই সংঘাতের ফলে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা এবং ট্রাম্পের ‘শান্তির লিগ্যাসি’ (শান্তির ঐতিহ্য) মারাত্মক প্রশ্নের মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে যুক্তরাষ্ট্র চুক্তির পক্ষগুলোকে নতুন করে আলোচনার টেবিলে বসার জন্য চাপ সৃষ্টি করবে।

এই বিভাগের আরো খবর