সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

শোকাবহ আগষ্টের নবম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় । এ সময়, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি জনাব অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি জনাব ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার জনাব গায়েস্বর প্রসাদ মিশরা, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর