সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৩

ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

ঝিনাইদহে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বতিরণ করা হয়। 
বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, খাইরুল ইসলাম এসওপিপি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ। কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩’শত ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ উপকরণ দেওয়া হয়েছে। 

এই বিভাগের আরো খবর