ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৪

ঝিনাইদহে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

এসময় তীব্র শীতে দেশের শীতার্ত মানুষের সাহায্যে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

 

২৪ জানুয়ারি ২০২২ বিকাল ৫ টায় ঝিনাইদহ সদর উপজেলার “কালুহাটী আফসার মিয়া কমপ্লেক্সে” এ জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দুস্ত গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুঅ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৬নং গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, জালাল বিশ্বাস, হাবিল খান, আব্দুল গফুর প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার সহ—সভাপতি আব্দুল ওহাব মন্ডল।

 

মিজানুর রহমান মিজু বলেন, “করোনা ভাইরাস পরিস্থিতির দুই বছর অতিবাহিত হলেও এখনো আমাদের দেশে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ কমাতে সরকারের বিধি—নিষেধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। কর্ম হারিয়ে তারা আজ দিশেহারা। তার উপর তীব্র শীতে অনেকই অর্থাভাবে শীতবস্ত্র কিনতে পারছেন না। পরিবার—পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিনানিপাত করছেন। সুবিধা বঞ্চিত এসব মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীসহ সকলের এগিয়ে আসা উচিত।”

এই বিভাগের আরো খবর