সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭১

ঝিনাইদহে গাঁজাসহ বাবা ছেলে শ্রী-ঘরে

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া থেকে তিন কেজি গাজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।  শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ । তারা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম ও আশিকুল নামে দুই মাদক কারবারি সম্পর্কে বাবা-ছেলে। কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।  তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরো খবর