সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩  

শেরপুরের ঝিনাইগাতীতে গত দুই দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত একর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (১৫ ই আগস্ট)  উজান থেকে নেমে আসা মহারশি, সোমেশ্বরী, কালাঘোষা নদীর ঢলের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

 

বন্যাকবলিত অনেকে জানান, মহারশি নদীর দীঘির পাড়ে গত বছরের ভাঙা অংশ দিয়ে ঢলের পানি প্রবেশ করে দীঘির পাড়, আহাম্মদনগর, চতলগ্রামের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঢলের পানিতে রোপা আমনের বীজতলা ও কয়েক শ একর আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।

 

বন্যা পরিস্থিতি সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, পানি বৃদ্ধির কারণে শতাধিক হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তবে বন্যা পরিস্থিতি অবনতি না হলে ক্ষতির পরিমাণ কমে হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর