মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৪

জাফলংয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ৪

জাকির হোসেন সুমন

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

সিলেটের গোয়াইনঘাট জাফলং থেকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৪ জনকে আটক করা হয়েছে।ধৃত আসামিরা গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামের হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম, ঢাকা কেরানীগঞ্জের মানিকনগর গ্রামের ভাসানী মিয়ার ছেলে জুয়েল মিয়া, কেরানীগঞ্জের বেগমাবাদ গ্রামের নরেশ রাজবংশীর ছেলে নকুল রাজবংশী ও ঢাকার সাভার এলাকার ভুলিয়ার পুর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে জব্বার মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় স্থানীয় এলাকাবাসী উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। গোয়াইনঘাট থানা পুলিশের এস আই এমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন ধৃত আসামি রফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপর ৩ আসামিকে সিলেট-তামাবিল রোডের জাফলং গ্রিন পার্কের সামন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০ বোতল মদসহ আটক করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল ইসলাম ভারতীয় মদসহ ধৃত আসামিদের আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে প্রচোলিত আইনে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর