মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

গাজীপুর সদর উপজেলা প্রশাসন কর্তিক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক অনূর্ধ্ব -১৭ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।

২১শে জুন বুধবার গাজীপুর সদর উপজেলার চারটি ইউনিয়ন বারিয়া,মির্জাপুর,পিরুজালী এবং ভাওয়ালগড় নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই দিন সকালে গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলী আনুষ্ঠানিক ভাবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিকেলে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বক্তব্য রাখেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামীলীগ'র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক অনূর্ধ্ব -১৭ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়ে অংশ গ্রহণ করে ভাওয়ালগড় ইউনিয়ন অনূর্ধ্ব -১৭ এবং বাড়িয়া ইউনিয়ন অনূর্ধ্ব-১৭। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দুই দলের এক দলও গোল করতে না পাড়ায়,খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৯-৮ এর ব্যবধানে ভাওয়ালগড় ইউনিয়ন বিজয় নিশ্চিত করে।

গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলীর সভাপতিত্বে উক্ত ফাইনাল ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন,গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ,গাজীপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার।

এছাড়াও উক্ত ফাইনাল ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার,পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালিল উদ্দিন,মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খান সহ চারটি ইউনিয়নের সকল জন প্রতিনিধি,অত্র এলাকার সর্বস্তরের লোকজন।

এই বিভাগের আরো খবর