শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫

চুল চুরির দায়ে কারাগারে সুমি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

নীলফামারীতে পরচুলা চুরির অপরাধে উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরির কর্মী সুমি আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে মামলার প্রেক্ষিতে তাকে আটক করে নীলফামারী সদর থানা পুলিশ। 

গ্রেপ্তার সুমি আক্তার দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া খামার বিষ্ণুগঞ্জ এলাকার আব্দুল আজিজের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এভারগ্রীন কোম্পানির পরচুলা কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন সুমি আক্তার। কাজ করার সুযোগে সেখানে কর্মরত আরও কয়েকজন মিলে প্রতিনিয়ত পরচুলা চুরি করতেন তিনি। এমন অবস্থায় সোমবার প্রায় ৩ লাখ টাকা মূল্যের পরচুলা চুরি করে হেলমেটের নিচে করে নিয়ে যাওয়ার সময় সুমি আক্তারকে হাতে নাতে ধরে পুলিশে দেয় এভারগ্রীন কর্তৃপক্ষ।   

এ বিষয়ে এভারগ্রীন কোম্পানির সহকারী ব্যবস্থাপক (হিউম্যান ম্যানেজমেন্ট) জাহাঙ্গীর আলম বলেন, কোম্পানিতে কর্মরত কয়েকজন মিলে প্রতিনিয়ত এখান থেকে পরচুলা চুরি করে। সুমি আক্তারকে প্রায় ৩ কেজির বেশি চুলসহ হাতে নাতে ধরা হয়েছে। থানায় আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 


নীলফামারী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোক্তারুল ইসলাম বলেন, পরচুলা চুরির দায়ে সুমি আক্তার নামে একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় আরও একজনসহ অজ্ঞাত কয়েকজনের নাম রয়েছে। তদন্ত ও অন্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলমান আছে।

এই বিভাগের আরো খবর