মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

চাঁপাইনবাবগঞ্জে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২২-২০২৩
অর্থবছরে ‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততাকে উৎসাহিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় সততা সংঘের দুজন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে ওই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ। শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ বলেন, ৫ টি উপজেলার ২ জন করে মোট ১০ জন শিক্ষার্থীদের (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি) প্রত্যেককে ১২০০০ টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা বছরে ১ বার করে এই টাকা পাবেন। উল্লেখ্য, প্রতিটি বিদ্যালয়ে সততা সংঘ রয়েছে। সেখান থেকে গরিব ও মেধাবীদের আবেদনের প্রেক্ষিতে দুদক রাজশাহীর মনোনয়নের প্রেক্ষিতে এই বৃত্তি প্রদান করা হয়।  

এই বিভাগের আরো খবর