শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮১

চাঁপাইনবাবগঞ্জে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব
অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলার প্রত্যেকটি উপজেলায়
প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় এক
যোগে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই
বিতরণ করা হয়। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন শিক্ষার্থীর মাঝে
পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে দিবসের শুভসূচনা করেন। এ সময়
তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও
আইসিটি) পাপিয়া সুলতানা।
রবিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে,
সাড়ে ১০ টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,
১১টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং সাড়ে ১১ টায়
কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন
পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে
পাঠ্যপুস্তক তুলে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়াও তিনি
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং ২০৪১
সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে
অনুপ্রাণিত করেন। শিক্ষার্থীরাই জাতির অগ্রযাত্রায় অগ্রণী
ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা
অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল

ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার
রুবিনা, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান ও
পরিমল কুমার কুন্ডু, পিটিআই সুপার বদিউজ্জামান, নবাবগঞ্জ
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুর রহমান,
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল
ইসলাম, কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রোকসানা আহমদসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ,
শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বিভাগের আরো খবর