মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

গাজীপুরের সিনিয়র সাংবাদিক মনিরুল আলমের ইন্তেকাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  

গাজীপুরের সিনিয়র সাংবাদিক সৈয়দ মনিরুল আলম গাজী (৬০) গত বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত আনুমানিক রাত পৌনে দুইটায় উত্তরার বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইসলামিক টিভি ও সময় টিভির সাবেক গাজীপুর প্রতিনিধি ছিলেন।

তার মৃত্যুতে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

প্রথম জানাজা শুক্রবার (২৩ জুন) ফজর নামাজের পরে উত্তরায় অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে জুমার নামাজ শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। 

এই বিভাগের আরো খবর