শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৪

কুমিল্লা কাউন্সিলরসহ জোড়া খুনের প্রধান আসামী শাহআলম বন্দুকযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টায় চাঁনপুর রত্নাবতী গোমতী বেড়িবাঁধে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় শাহআলম নিহত হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি সেভন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, গোপন সূত্রে কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বুধবার দিবাগত রাতে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় দুই পক্ষের গোলাগুলিতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করেন। পরে গুলিবিদ্ধ শাহ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহ আলম কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি। সে সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে। এর আগে সোমবার (৩০ নভেম্বর) রাতে এই মামলায় আরও দুই আসামি সাব্বির ও সাজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর কুসিক কাউন্সিলর সোহেলের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত কাউন্সিলরের ভাই বাদী হয়ে ১১ জনের নামে মামলা করেন। এই মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সুমন, মাসুম, আশিকুর রহমান রকি, আলম মিয়া, জিসান ও অন্তু। এছাড়াও ডিবি পুলিশের হাতে এ হত্যাকান্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল সহ  আটক হয় শাহআলমের আরেক  ঘনিষ্ঠ সহযোগী নাঙ্গলকোট উপজেলার জুয়েল নামের এক সন্ত্রাসী। 
 

এই বিভাগের আরো খবর