মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩১

আগুন: পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চার মার্কেট বন্ধ

রিয়াদ হোসাইন 

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩  

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে শনিবার (১৫ এপ্রিল) ভোররাতে আগুনের ঘটনায় পার্শ্ববর্তী নিউ মার্কেট, চাঁদনী চক মার্কেট, চন্দ্রিমা মার্কেটসহ বিভিন্ন বিপণি বিতান বন্ধ রয়েছে।

নিউ মার্কেট হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হুদা জানিয়েছেন, এই আগুনের কারণে নিউ মার্কেটগামী রাস্তা সায়েন্স ল্যাব ও নীলক্ষেত উভয় প্রান্ত থেকে বন্ধ রয়েছে, যে কারণে ক্রেতারা কম আসছেন।


তিনি আরও বলেন, আগুনের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মার্কেট খুলছি না। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলব।

ফায়ার সার্ভিস ভোররাত ৫টা ৪০ মিনিটে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন ধরার খবর পায়। বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৩ মিনিটে। পরবর্তী সময়ে আরও ২৯টি ইউনিট যোগ দেয়।

বাহিনীর ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তিন তলা মার্কেটটিতে আগুন পুরোপুরি নিভতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এই বিভাগের আরো খবর