বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৭

৬৪ জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে চূড়ান্ত করা হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছে।

 

সোমবার যমুনা হোটেলে প্রধান উপদেষ্টার বাসভবনে লটারির মাধ্যমে এই পদায়ন সম্পন্ন হয়। লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা।

 

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন জানিয়েছেন, লটারিতে নির্বাচিত এসপিদের পদায়ন সরকারি আদেশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

 

লটারির পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া

  • অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

  • পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের যোগ্য কর্মকর্তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে লটারির তালিকা প্রস্তুত করা হয়।

  • লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য চূড়ান্ত এসপি নির্বাচন করা হয়েছে।

 

ভবিষ্যৎ পদায়ন পরিকল্পনা

 

এসপি পদায়নের পর থানার ওসি নিয়োগও লটারির ভিত্তিতে করা হবে। নির্বাচনী দায়িত্বে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “নির্বাচনী পুলিশিংয়ে কোনো বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি অত্যন্ত কার্যকর। এটি মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করবে।”

 

পূর্ব প্রস্তুতি ও সতর্কতা

 

লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় শেষ মুহূর্তে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগ স্থগিত রাখা হয়েছিল। এছাড়া রেঞ্জ ডিআইজি, জেলা এসপি ও ওসির রদবদল নিয়ে উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

এই বিভাগের আরো খবর