সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

শস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা।  ছবি: সংগ্রহীত 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে  গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান উপদেষ্টা দেশের বিশেষ প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং “দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা” প্রকাশ করেন।

 

সভায় নির্বাচনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। কলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।"

 

সভায় দেশের আইনশৃঙ্খলা এবং নির্বাচন নি রাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরো খবর