মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (১৪ মে) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে রওনা দেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬ মে পর্যন্ত অনুষ্ঠাতব্য ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি)’ কনফারেন্সে অংশগ্রহণ করবেন। এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা।’

এছাড়া পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কনফারেন্স এ অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

কনফারেন্স শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৮ মে বিকেলে (বাংলাদেশ সময় ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন। আগামী ২১ মে তার দেশে পৌঁছানো কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর