শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

শরীয়তপুরের সাবেক প্যানেল মেয়র বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতির মামলা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪  

চার কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর পৌরসভা সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মানসী বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


এজাহার সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভা সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারী দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৩ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৭৩৫ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৭৪০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।

এছাড়া শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর পদে দীর্ঘ ১০ বছর পাবলিক সার্ভেন্ট হিসেবে সরকারি ক্ষমতায় থেকে অবৈধ উপায়ে ২ কোটি ৭০ লাখ ১৫ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। যা দুদক আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

এই বিভাগের আরো খবর