শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩১

রাজশাহীতে থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২১

নিহাল খান,রাজশাহী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জনকে আটক করা হয়েছে।অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান,২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়েছে।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এর মধ্যে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৫ জন,রাজপাড়া থানা ৪ জন,চন্দ্রিমা থানা ২ জন,মতিহার থানা ১ জন,কাটাখালী থানা ১ জন,বেলপুকুর থানা ১ জন,শাহ মখদুম থানা ১ জন,বিমানবন্দর থানা ১ পবা থানা ২ জন,কাশিয়াডাঙ্গা থানা ২ জন,দামকুড়া থানা ১ জনকে আটক করেছে।

আটকদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি।৭ জনকে মাদকসহ আটক করা হয়েছে।এছাড়া অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর