সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

এএফপির খবর

ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬  

 

ভারতে গিয়ে খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কিন্তু এই অবস্থান তাদের টাইগারদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। লাল-সবুজদের দাবি, তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা ভারতের বাইরের কোনো দেশে আয়োজন করা হোক। এএফপির খবর অনুযায়ী, এই দাবিতে অনড় থাকলে টাইগারদের কপাল পুড়তে পারে, কারণ ভারতে না গেলে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ বাতিল হয়ে যেতে পারে।

 

এএফপি জানায়, বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে তাদের জায়গায় বিশ্বকাপে অংশ নিতে পারে স্কটল্যান্ড। বর্তমানে ১৮২ রেটিং এবং ৪১৭৮ পয়েন্ট নিয়ে  স্কটল্যান্ডের র‌্যাঙ্কিং ১৪ নম্বরে।

 

বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকার করেছে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সকে কিনে টাইগার পেসারকে ছেড়ে দিতে বলা হয় বিসিসিআই-এর চাপের মুখে। ওই অংশের অভিযোগ ছিল, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাই  নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় মোস্তাফিজকে ভারতে খেলতে দেওয়া যাবে না।

 

এই ইস্যুতে এখন পর্যন্ত আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফায় চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হয়েছে। বাংলাদেশ ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের পক্ষে অনড়। শনিবার বাংলাদেশে আইসিসির একটি প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনা করতে আসলেও কোনো সমাধান হয়নি।

 

সম্ভাব্য সমাধান হিসেবে আইসিসি ও বিসিবি আলোচনা করেছিল আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের বিষয়েও। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে খেলবে। তবে আয়ারল্যান্ড গ্রুপ বদলের জন্য রাজি হয়নি।

এই বিভাগের আরো খবর