মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৪

বোরো সংগ্রহে ৫০ কেজির বস্তা ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৩  

চলমান বোরো সংগ্রহ মৌসুমে চাল সংগ্রহের জন্য ৫০ কেজি বস্তার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে খাদ্য অধিদপ্তর।  

চলমান বোরো সংগ্রহ মৌসুমে চাল সংগ্রহের জন্য ৫০ কেজি বস্তার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে খাদ্য অধিদপ্তর।  

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে দেশের ৮ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে।
 চিঠিতে বলা হয়েছে, চলমান বোরো সংগ্রহ ২০২৩ সফল করার লক্ষ্যে চাল সংগ্রহের ক্ষেত্রে ৩০ কেজির বস্তার পাশাপাশি ৫০ কেজি ধারণক্ষম বস্তার ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এক্ষেত্রে, সংগ্রহ মৌসুমের সম্ভাব্য গম ও ধানের বিভাজন অনুযায়ী এলএসডিগুলোতে প্রয়োজনীয় বস্তা রেখে ভিজিডি ও বিতরণের পরিকল্পনা করে ৫০ কেজি বস্তায় চাল সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হলো।
 এর আগে ০৭ মে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য ৩০ এবং সিদ্ধ চাল ৪৪ টাকা।

এই বিভাগের আরো খবর