ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৭

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে স্কুলছাত্রীর অনশন

নাটোর প্রতিনিধি, 

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

নাটোরের লালপুরে সৈকত ইসলাম (২৩) নামে এক প্রেমিকের বাড়িতে দুদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছে নবম শ্রেণির এক ছাত্রী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাটোরের লালপুরে সৈকত ইসলাম (২৩) নামে এক প্রেমিকের বাড়িতে দুদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছে নবম শ্রেণির এক ছাত্রী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়াতে প্রেমিক সৈকত ইসলামের বাড়িতে ওই স্কুলছাত্রীকে অনশন করতে দেখা গেছে। প্রেমিক সৈকত উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।
জানা যায়, অভিযুক্ত সৈকত ভুক্তভোগী ছাত্রীর বান্ধবীর বড় ভাই। বান্ধবীর সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে ওই ছাত্রীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে আপত্তি জানালে গত ১৬ মে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে।

এ বিষয়ে সৈকত ইসলামের সঙ্গে কথা বলতে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর