শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ দিচ্ছে সিডনি বাংলা গ্রুপ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ঘর নির্মাণের জন্য নির্মাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে অস্ট্রেলিয়াস্থ সিডনি বাংলা গ্রুপ। 

আজ (২২আগস্ট)সোমবার তাহিরপুর প্রেসক্লাবের সহযোগিতায়,তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে,আনুষ্ঠানিক ভাবে ঘর নির্মাণসামগ্রী ও নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির। 

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ,সাধারণ সম্পাদক আলম সাব্বির,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,তাহিরপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আহম্মদ কবির,সাংগঠনিক সম্পাদক এসএ আখঞ্জী, দফতর সম্পাদক রুকন উদ্দিন, প্রেসক্লাব সদস্য আবুল কাসেম প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
ঘর নির্মাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চোখেমুখে হাসির ঝলক।ক্ষতিগ্রস্ত অস্টমি বর্মন আবেগপ্লুত হয়ে বলেন,বন্যায় আমার ঘরটি ধ্বসে পড়ে, তারপর থেকে একরকম খোলা আকাশে নিচে ছিলাম।যে প্রবাসী ভাইয়েরা আমার পরিবারকে ঘরে থাকার সুব্যবস্থা করেছেন তাদের প্রণাম জানাই । একই অভিব্যক্তি অন্যদেরও ।এদিকে অস্ট্রেলিয়া প্রবাসী সিডনি বাংলা গ্রুপের অন্যতম সংগঠক আনোয়ার হোসেন ও সুহাশ আবদুল টেলিফোনে এ প্রতিবেদককে জানান, বন্যা দূর্গতদের পূর্নবাসনে তাদের সংগঠন আরো সহায়তা দিবে ।বিশেষ করে শারিরিক প্রতিবন্ধি , বয়স্ক ব্যক্তি এবং আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা থেকে যারা অসুবিধার সম্মুখীন  হচ্ছেন তাদের জন্য তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।
 

এই বিভাগের আরো খবর