সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

বগুড়ায় প্রকাশ্য দিবালোকে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা!

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকায় পারভেজ আলম (৪৬) নামে এক কলেজ শিক্ষককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।পারভেজ উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার বাসিন্দা ও বগুড়া কৈচড় বিএম কলেজের প্রাভাষক হিসেবে কর্মরত ছিলেন।শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

ছেলের হত্যার খবর পেয়ে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে,বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন,পারভেজ স্থানীয় সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন।পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৪ থেকে ৫ জন সন্ত্রাসী এসে তার পথরোধ করে কোপাতে থাকে।পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে স্থানীয় সন্ত্রাসী সাগর ও তার লোকজন চাঁদার দাবিতে ছুরিকাঘাত করেন। ওই সময় পান্না বেঁচে যায়। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দিয়েছিল।বগুড়ার শাজাহানপুর  থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান,পারভেজের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় শোকের মাতম চলছে।

এই বিভাগের আরো খবর