সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮২

প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ’র জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বুধবার জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।
শ্রেষ্ঠ শিক্ষক - শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৮টি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলা প্রশাসক শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করায় রাজশাহী বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির এঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এছাড়া, তিনি এই কৃতিত্বের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৪ তম ব্যাচের সদস্য এ কে এম গালিভ খাঁন ২০২২ সালের ১৩ জানুয়ারি জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন। 

এই বিভাগের আরো খবর