মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২১

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৩  

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে এদিন বিকেলে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

আরও পড়ুন >> ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন জয়শঙ্কর।
সবশেষ, গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন।

এই বিভাগের আরো খবর