সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২

প্রতিযোগিতায় সেরা মডেলরা হবেন ক্যালেন্ডার গার্লস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

দেশে দেশে মডেলকন্যাদের নিয়ে ক্যালেন্ডার তৈরি করা হয়। এর প্রচলন বেশ অনেক আগে থেকেই। ঘটা করে ক্যালেন্ডার গার্লস খুঁজে বের করা হয়। সেই সব মডেল অনেকটা খোলামেলাভাবেই ১২ মাসের ১২ পৃষ্ঠায় উপস্থিত হন।

এবার বাংলাদেশেও নির্বাচিত মডেলকন্যাদের নিয়ে তৈরি হবে ক্যালেন্ডার। তাই চলছে ‘ক্যালেন্ডার গার্লস’ প্রতিযোগিতা। দেশীয় আঙ্গিকে দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এর আয়োজন করতে যাচ্ছে এসিআই গ্রুপ।


আয়োজনে মিডিয়া কমিউনিকেশনসের দায়িত্বে থাকা কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘বাঙাালি সংস্কৃতির সঙ্গে যায়, এমনভাবে মেয়েদের উপস্থাপন করা হবে ক্যালেন্ডারে। ইতোমধ্যে মডেল নির্বাচিত করতে প্রতিযোগিতা শুরু হয়েছে।’

তিনি জানান, আগ্রহী প্রতিযোগীরা প্রাথমিকভাবে তাদের সেরা ছবিগুলো এসিআই স্যান্ডাল সোপ-এর ফেসবুক এবং ইন্সটাগ্রাম পেজে জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে ভোটিংয়ের মাধ্যমে বাছাই করা হবে। এরপর চূড়ান্ত ছয় মডেল নির্বাচিত করা হবে।

মাহবুব আলম আরও জানান, ক্যালেন্ডারের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মডেল হিসেবেও দেখা যাবে নির্বাচিত এইসব সুন্দরীকে।

এতে অংশগ্রহণের শেষ তারিখ ১৮ নভেম্বর। আবেদন করতে www.facebook.com/acisandalsoap এই পেজে নির্দেশনা পাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর