শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

পাংশার প্রতিনিয়ত বেড়ে চলেছে যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

মো. সাইফুল ইসলাম: আইন করে মাইক দিয়ে ঘোষনা করা হয় মাঝে মধ্যেই “দিনের বেলায় শহরে ট্রাক ঢুকবে না, ফুটপাতে ভ্যান অটো দাড়ানো যাবে না, ফুটপাতে দোকান বসানো যাবে না” এরুপ ঘোষনা মাইকে বেশ কয়েক দিন পরপরই শুনেন পৌর শহরের বাসিন্দারা।

এ ছাড়াও পাংশা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্নয় কমিটিতে প্রতিনিয়তই এ বিষয় নিয়ে কেউ না কেউ কথা বলে থাকেন, হয় রেজুলেশন। সেই রেজুলেশনের বাস্তবায়ন দেখা যায় না, বিশেষ করে পৌর শহরের যানজট নিরসনে।

এদিকে পাংশা শহরের ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা, পায়ে হেটে চলার নেই কোন উপায়, শহরের রাস্তার ২ পাশে ভ্যান অটো দাড়িয়ে থাকায় এবং দিনের বেলায় ভারী ট্রাক শহরের সড়ক ব্যবহার করায় প্রতিনিয়ই যানজটের সৃষ্টি হচ্ছে, আশ্বাস আছে প্রতিকার নেই শহরের যানজট নিরসনের।

অটো চালক হেলাল উদ্দিন বলেন আমরা পৌর সভায় গাড়ী চালায় আমরা পৌর কর দিয়ে থাকি প্রতিদিনই তবে আমাদের নির্দিষ্ট কোন ষ্ট্যান্ড নেই তাই সড়কের পাশে দাড়িয়ে থেকেই যাত্রী উঠাতে হয় আমাদের। পৌর মেয়র ওয়াজেদ আলী বলেন, আমরা যানজট নিরোশনের জন্য কাজ করছি, মাইকিং করেছি।

এই বিভাগের আরো খবর