শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

নারীর ফাঁদে ফেলে সবকিছু হাতিয়ে নিত চক্রটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

এক নারী চোখের ইশারায় ভুক্তভোগীকে ডাকেন। এরপর অসামাজিক কাজের ফাঁদে ফেলে তাকে নির্জনস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মিলে তার কাছ থেকে হাতিয়ে নিত মোবাইল-টাকা। 

এছাড়া জিম্মি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও আদায় করা হতো টাকা। চট্টগ্রাম নগরে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছিল একটি চক্র। তবে নগরের পাঁচলাইশ থানার একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় এই চক্রের তিন সদস্য। 

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. সজিব (২২), সাকিব (২১) ও সুমন (২০)। 
পুলিশ সূত্র জানায়, চক্রটি গত ২৬ ডিসেম্বর পাঁচলাইশ থানার হিলভিউ ২ নম্বর রোড থেকে মো. মহসিন (৩৭) নামে একজনকে ফাঁদে ফেলে অপহরণ করে। এরপর তার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করা হয়। পরে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ৪০ হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। একই কায়দায় ৩০ ডিসেম্বর খোকা মারমা (৩২) নামে আরেকজনের কাছ থেকে চক্রটি ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। দুজনের কাছ থেকে অভিযোগ পেয়ে চক্রটি গ্রেপ্তারে টিম গঠন করে বিশেষ অভিযানে নামে পাঁচলাইশ থানা পুলিশ। একপর্যায়ে চক্রের মূল হোতা ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অনেকে অভিযোগ করতেন না। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন। তাদের চক্রে নারীসহ অনেকেই আছে। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর